সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

WWE Superstar John Cena opens up about Skin Cancer diagnosis

স্বাস্থ্য | ত্বকের ক্যানসারে আক্রান্ত কুস্তিগীর জন সিনা, তিল কিংবা আঁচিল দেখে চিনুন এই মারণ রোগ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ১২ : ৩৫Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: জন সিনা, নামটি শুনলেই ভেসে ওঠে নজরকাড়া পেশি, দেহসৌষ্ঠব। কুস্তির দুনিয়া পেরিয়ে সম্প্রতি অভিনয় দুনিয়াতেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন পর্দায় ‘পিসমেকার’। সেই তিনিই এবার জানালেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। কিছুদিন আগেই ত্বকের ক্যানসার ধরে পড়েছে তাঁর। নিজেই সংবাদমাধ্যমে একথা স্বীকার করেছেন সিনা।

অন্যান্য ধরনের ক্যানসার সম্পর্কে কিছুটা সচেতনতা থাকলেও ত্বকের ক্যানসার নিয়ে অনেকেই বিশেষ কিছু জানেন না। ত্বকের ক্যানসার বিভিন্ন ধরনের হতে পারে। লক্ষণগুলিও ভিন্ন ভিন্ন হতে পারে।

মেলানোমা: এটি ত্বকের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ। এর লক্ষণগুলি নিম্নরূপ -
 * নতুন তিল বা আঁচিলের অস্বাভাবিক বৃদ্ধি: যদি কোনও নতুন তিল বা আঁচিল দেখা দেয় এবং সেটি দ্রুত বড় হতে শুরু করে, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে।
 * আগের তিল বা আঁচিলের পরিবর্তন: আগে থেকে থাকা কোনও তিল বা আঁচিলের আকার, আকৃতি, রঙ বা অনুভূতিতে পরিবর্তন এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
 * অসম আকৃতি: সাধারণ তিল বা আঁচিল গোলাকার বা ডিম্বাকার হয়, কিন্তু মেলানোমার আঁচিল প্রায়শই অনিয়মিত বা অসম আকৃতির হয়।
 * চুলকানি, রক্তপাত বা ব্যথা: তিল বা আঁচিলে চুলকানি, রক্তপাত বা ব্যথা হলে তা মেলানোমার লক্ষণ হতে পারে।

বেসাল সেল কার্সিনোমা: এই ধরনের ত্বকের ক্যানসারের সবচেয়ে বেশি দেখা যায় এবং সাধারণত ধীরে ধীরে ছড়ায়।
 * ছোট, চকচকে মাংসপিণ্ড: ত্বকের উপর ছোট, চকচকে, ফ্যাকাশে বা গোলাপী রঙের মাংসপিণ্ড দেখা যেতে পারে। এর মাঝে ছোট ছোট রক্তনালী দেখা যেতে পারে।
 * উঁচু, মোমের মতো দাগ: ত্বকের উপর উঁচু, মোমের মতো মসৃণ দাগ দেখা যেতে পারে, যার প্রান্তগুলো সামান্য উঁচু এবং ভেতরের অংশ ডেবে যেতে পারে।
 * ক্ষত: এমন ক্ষত যা কয়েক সপ্তাহ বা মাস ধরে সারছে না, অথবা সেরে গিয়ে আবার ফিরে ফিরে আসছে, তা এই ক্যানসারের লক্ষণ হতে পারে।
 * রক্তপাত বা ক্রাস্ট: ক্ষত থেকে সহজেই রক্তপাত হতে পারে বা এর উপর শুকনো স্তর (ক্রাস্ট) জমতে পারে।

স্কোয়ামাস সেল কার্সিনোমা: এটিও ত্বকের একটি সাধারণ ক্যানসার। মেলানোমার চেয়ে কম মারাত্মক হলেও এই ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
 * শক্ত, লালচে মাংসপিণ্ড: ত্বকের উপর শক্ত, লালচে রঙের মাংসপিণ্ড দেখা যেতে পারে যা উঁচু এবং রুক্ষ হতে পারে।
 * রুক্ষ, আঁশযুক্ত দাগ: ত্বকের উপর রুক্ষ, আঁশযুক্ত দাগ দেখা যেতে পারে যা স্পর্শ করলে খসখসে লাগে।
 * ক্ষত: বেসাল সেল কার্সিনোমার মতো, এই ক্ষেত্রেও এমন ক্ষত দেখা যেতে পারে যা সহজে সারে না বা সেরে গিয়ে আবার ফিরে আসে।


নানান খবর

সোশ্যাল মিডিয়া